পঞ্জাবে পুলিশি অভিযানে গ্রেফতার স্ব-ঘোষিত শিখ ধর্মগুরু তথা খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। একইসঙ্গে কোনোরকমের ঝামেলা এড়াতে পাঞ্জাব সরকার রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।
সরকারি সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে আজনালা হিংসার জেরেই ভাই সাব, অনুগামীদের কাছে এই নামেই পরিচিত অমৃতপাল এবং তাঁর ঘনিষ্ঠদের গ্রেফতারের জন্য সক্রিয় হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকার। শনিবার সকালে মোগা এলাকা থেকে অমৃতপালের সংগঠন ওয়ারিস পাঞ্জাব দে-এর ছ’জন নেতাকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি অমৃতপাল ঘনিষ্ঠ লভপ্রীত সিংহ তুফানকে দাঙ্গা এবং অপহরণের অভিযোগে গ্রেফতার করেছিল অমৃতসরের আজনালা থানা। তার পরই আজনালায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।