২০ মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা বেলাশুরু। এবার সিনেমার প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের প্রতি সম্মান জানিয়ে কার্টুন তৈরি করেছে আমূল।
বেলাশুরুতে অ্যালঝাইমার্স রোগের আক্রান্ত হয়ে স্মৃতি হারান স্বাতীলেখার সেনগুপ্তের চরিত্র আরতি। অসুস্থ স্ত্রীর খেয়াল রাখেন বিশ্বনাথ ওরফে সৌমিত্র চট্টোপাধ্যায়।একটি দৃশ্যে পরমযত্নে আরতির চুল আঁচড়ে দিচ্ছেন বিশ্বনাথ। সেই দৃশ্যটিই কার্টুনের মাধ্যমে তুলে ধরে আমূল লিখেছে, এই বেলা কখনওই শেষ হবে না। টুইটারে আবার ছবির ক্যাপশনে লেখা হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির কামব্যাক ছবি বেলাশুরু। ভারতীয় সিনেমায় এই প্রথমবার দুই মুখ্য চরিত্র আর জীবিত নেই।সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত।এরপর ২০১৫ সালে মুক্তি পায় বেলাশেষে।এর সাত বছর পর মুক্তি পেয়েছে বেলাশুরু।অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত সিনেমা আয় খুকু আয়-এর ট্রেলার ট্যুইটারে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশানে বিগ বি লিখেছেন, অল দ্য বেস্ট বুম্বা। আর অমিতাভ বচ্চনের পোস্টে আপ্লুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দিতিপ্রিয়া রায়।