Thursday, May 26, 2022
সব খবরআরিয়ানকে গাঁজা জোগাবেন,বলেছিলেন অনন্যা

আরিয়ানকে গাঁজা জোগাবেন,বলেছিলেন অনন্যা

মাদক মামলায় মূল অভিযুক্ত শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। সেই সব কথোপকথনে বার বার উঠেছিল মাদক প্রসঙ্গও। 

এমনকি এনসিবি-র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে। যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেন, নিছক রসিকতা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি।মাদক মামলায় দ্বিতীয় দফা জেরার জন্য সকাল ১১টার এনসিবি ডেকে পাঠিয়েছিল অনন্যাকে। অনন্যা ঠিক সময়ে সেখানে হাজির হয়েছিলেন। পরে এনসিবি দফতরে গোয়েন্দাদের সঙ্গে অনন্যার কী কথাবার্তা হয়েছে, তা প্রকাশ করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। জানা যায়, গাঁজার জোগান চেয়ে হোয়াটসঅ্যাপে অনন্যাকে অনুরোধ করেছিলেন আরিয়ান। এনসিবি-র একটি সূত্রকে উদ্ধৃত করে এই কথোপকথন প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। তারা জানিয়েছে, এই কথোপকথনটি ছাড়াও বহু বার মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ান এবং অনন্যার।

More News

ভুল যোগাসন করছেন সুহানা খান ? 

0
‘দ্য আর্চিস’-এর প্রিপারেশনে কাকাসন করতে গিয়ে ফের ট্রোলড হলেন সুহানা খান। সম্প্রতি, ফিটনেস ট্রেনার রুপল...

ট্রাকে বোঝাই মাদক তৈরির সামগ্রী, আটক ৯

0
মাদক তৈরির সামগ্রী বোঝাই ট্রাক সহ ৯ জনকে আটক করেছে এসটিএফ। নদিয়ার বেথুয়াডহরিতে এই ঘটনায়...

মালদায় উদ্ধার বাংলাদেশের ওষুধ, গ্রেফতার ৫ 

0
মালদার কালিয়াচকের গোপালগঞ্জ এলাকায় এসটিএফের হাতে উদ্ধার বাংলাদেশের ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি এই ঘটনায়...