বিগ বস ১৬-এ আনফেয়ার করা হয়েছে অঙ্কিত গুপ্তার সঙ্গে,সিজন জিতছেন অঙ্কিতের বন্ধু প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, ১৩ সপ্তাহ পর বিগ বস থেকে এভিক্ট হয়ে এমনটাই দাবি অঙ্কিতের।
এদিন একটি সাক্ষাৎকারে অঙ্কিত জানিয়েছেন, সদস্যদের হাতে তাঁর এভিকশনের দায়িত্বটা দেওয়া খুবই হতাশাজনক বলে মনে হয়েছে অঙ্কিতের। অঙ্কিতের দাবি, বিগ বসের গ্রূপে খেলা সদস্যরা ভয় পায় প্রিয়াঙ্কাকে। তাই গেমে টার্গেট করা হয়েছে বারংবার। অঙ্কিত প্রিয়াঙ্কার ভালো বন্ধু হওয়ায় অঙ্কিতও ছিল টার্গেটে।কিন্তু অঙ্কিতের বেরিয়ে আসায় প্রিয়াঙ্কা এবার ঘায়েল বাঘিনী হয়ে গিয়েছেন। বিগ বসের প্রত্যেকেই জানেন প্রিয়াঙ্কাই বিজয়ী। আর টপ ২-তে থাকবেন সাজিদ খান ও শিব ঠাকরে। এর পাশাপাশি অঙ্কিত বলেছেন, প্রিয়াঙ্কা ছাড়াও বিগ বসের ঘরে তাঁর বন্ধু হয়েছেন সাজিদ খান। সিনেমার গসিপই ছিল তাঁদের বন্ধুত্বের কারণ। বিগ বসের বাইরেও তিনি সাজিদ খানের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান। এদিকে ক্রিসমাস এবং হোস্ট সলমান খানের জন্মদিন থাকা সত্ত্বেও অঙ্কিতকে যে এভাবে বের করে দেওয়া হবে, একথা সত্যিই অপ্রত্যাশিত বলে মনে হয়েছে বিগ বস দর্শকদেরও।