Sunday, September 24, 2023
আন্তর্জাতিক সংবাদসাহিত্যে নোবেল ফরাসি লেখিকা অ্যনি আর্নোউ-র

সাহিত্যে নোবেল ফরাসি লেখিকা অ্যনি আর্নোউ-র

সাহসিকতা এবং তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে ব্যক্তিগত যন্ত্রনা তুলে ধরার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখিকা অ্যনি আর্নোউ।
বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, যে সাহস এবং নিখুঁত তীক্ষ্ণতার মাধ্যমে অ্যনি আর্নোউ ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সংযমের কথা উন্মোচন করেছেন, তার জন্য়ই সম্মানিত করা হয়েছে ফরাসি লেখিকাকে। শ্রেণী এবং লিঙ্গের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে সহজ ভাষায় উপন্যাস রচনার জন্য পরিচিত অ্যনি আর্নোউ। অন্তত ৩০টিরও উপন্যাস রচনা করেছেন তিনি। তার অধিকাংশই আত্মজীবনীমূলক।১৯৭৪ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস, লেস আরমোইরেস ভিদেস। তার দশবছর পর, ১৯৮৪ সালে প্রকাশিত হয়েছিল তাঁর দ্বিতীয় আত্মজীবনীমূলক উপন্যাস লা প্লাসে। এই উপন্যাসের জন্য তিনি রেনোদো পুরস্কার জিতেছিলেন। সাহিত্য জীবনের একেবারে শুরু থেকেই তিনি কথাসাহিত্য থেকে সরে এসেছিলেন আত্মজীবনীমূলক রচনায়। ঐতিহাসিক এবং ব্যক্তিগত অভিজ্ঞতা একত্রিত করে রচনা করা শুরু করেন একের পর এক আত্মজীবনীমূলক উপন্যস।

More News