Wednesday, September 27, 2023
Top Newsমেক্সিকোয় ফের বন্দুকবাজের হামলা, মৃত ১২

মেক্সিকোয় ফের বন্দুকবাজের হামলা, মৃত ১২

মেক্সিকোয় ফের বন্দুকবাজের হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।গুরুতর আহত হয়েছেন ৩ জন।

মেক্সিকোর স্থানীয় সময় শনিবার সন্ধেয় শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরের একটি বারে হামলা চালায় একদল বন্দুকবাজ। বারে উপস্থিত মানুষদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ৬ মহিলা-সহ ১২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে কয়েকজন বারের কর্মীও রয়েছেন। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা, কী উদ্দেশে হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। মধ্য মেক্সিকোর শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরে মাফিয়াদের দাপট ক্রমশ বাড়ছে। পুলিশের ধারনা, মেক্সিকোর ওই বারে আচমকাই হামলা চালায় মাফিয়ারা। ৫ অক্টোবরও মেক্সিকোয় হামলা চালায় বন্দুকবাজরা। প্রাণ হারিয়েছিলেন শহরের মেয়র-সহ মোট ১৮ জন।

More News

আমেরিকায় নাইট ক্লাবে বন্দুকবাজের হামলা, মৃত ২

0
আমেরিকায় ফের নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩ জন। জানা...

আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত ৩ কৃষ্ণাঙ্গ

0
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, নিহতরা সকলেই কৃষ্ণাঙ্গ।পুলিশ জানিয়েছে, ওই...

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ৫ 

0
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।গুরুতর আহত আরও ৬ জন।জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার একটি...