Monday, March 27, 2023
Top Newsসম্পত্তি বিক্রিতে বাধ্য করেন অনুব্রত : মণীশ

সম্পত্তি বিক্রিতে বাধ্য করেন অনুব্রত : মণীশ

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জোরাজুরিতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে অল্প দামে বিপুল টাকার সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য হয়েছিলেন হিসাবরক্ষক মণীশ কোঠারি।

এমনটাই খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। তদন্তকারীদের সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে এই অভিযোগ করেছেন মণীশ কোঠারি। এর আগে সিবিআই-র দেওয়া চার্জশিটে এমনই একটি সংস্থার হস্তান্তরের কথা উল্লেখ করা হয়েছিল। তবে তা অনুব্রত মণ্ডলের অনুরোধে করা হয়েছিল বলে উল্লেখ রয়েছে চার্জশিটে।জানা গিয়েছে মণীশ কোঠারি দাবি করেছেন, সুকন্যা মণ্ডলের নামে থাকা এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটি ছিল আদতে তাঁর। তিনি ছাড়াও আরও ১৬ জন ছিলেন ওই সংস্থার অংশীদার। ইডির দাবি, মণীশ কোঠারি তাদের জানিয়েছেন, ২০১৮ সালে এই সংস্থাটি সুকন্যা মণ্ডলের নামে হস্তান্তর করতে মণীশ কোঠারিকে বাধ্য করেছিলেন অনুব্রত মণ্ডল। মাত্র ৩ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে ওই সংস্থাটি সুকন্যা মণ্ডলের নামে বিক্রি করে দেন মণীশ কোঠারি। সেই সময় ওই সংস্থার মূল্য ১৫ কোটি টাকা বলেও ইডিকে জানিয়েছেন তৃণমূল নেতার হিসাবরক্ষক।

More News

তিহাড় নয়, আসানসোলে ফিরতে অনুব্রতর আবেদন 

0
তিহাড় নয়, আসানসোল জেলেই পুনরায় ফিরতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আগামী মাসে তাঁর এই আবেদনের শুনানি রয়েছে। ১৩ দিনের জেল...

জেলবন্দি কেষ্টতেই আস্থা মমতার

0
বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে জেলবন্দি অনুব্রত-র ওপরেই আস্থা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই বীরভূম...

বৈঠকের আগেই বেসুরো বীরভূমের কাজল-বিধান

0
যাঁরা দলকে লুটেপুটে খাওয়ার জায়গা ধরে নিয়েছিলেন, তাঁদের বীরভূম থেকে সরাব। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের...