Wednesday, September 27, 2023
Top Newsকংগ্রেসের ইতিহাসে সন্ত্রাসবাদীদের তুষ্টিকরণ : মোদী

কংগ্রেসের ইতিহাসে সন্ত্রাসবাদীদের তুষ্টিকরণ : মোদী

সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের তুষ্টিকরণের ইতিহাস রয়েছে কংগ্রেসের। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কর্নাটকের চিত্রদুর্গার এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, যখন দিল্লিতে বাটলা হাউস এনকাউন্টার হয়েছিল, তখন সবচেয়ে লম্বা কংগ্রেস নেতা সন্ত্রাসীদের মৃত্যুর কথা শুনে চোখের জল ফেলেছিলেন। 
যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কংগ্রেস ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কর্নাটকেও কংগ্রেস সন্ত্রাসবাদের প্রচার করেছে। কিন্তু বিজেপি সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং তুষ্টিকরণের খেলা শেষ করেছে। যারা সন্ত্রাসবাদে প্রচার করে, তারা কখনই রাজ্যের উন্নয়ন করতে পারে না।  কংগ্রেস এবং জেডিএস উভয় দলেরই লক্ষ্য পরিবারবাদী রাজনীতি, দুর্নীতি এবং সমাজকে বিভক্ত করা।কংগ্রেস জনগণের ওয়ারেন্টি এবং বিশ্বাস দু’ই হারিয়েছে।তাই কংগ্রেসের নির্বাচনী গ্যারান্টি মিথ্যা ছাড়া আর কিছুই নয়।

More News

ডেঙ্গি : বিজেপির ৭ দিনের কর্মসূচি, খোঁচা তৃণমূলের

0
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি। সাংবাদিক সম্মেলন করে এমনটাই...

 সরকার কীভাবে চলে জানান না রাহুল : অনুরাগ 

0
১০ বছর কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও রাহুল গান্ধী এখনও বুঝতে পারছেন না কীভাবে সরকার কাজ...

লাল ডায়েরিতে কংগ্রেসের কালো কাজ : মোদী 

0
লাল ডায়েরিতে রাজস্থানের কংগ্রেস সরকারের কালো কাজের হিসেব রয়েছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানে...