সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের তুষ্টিকরণের ইতিহাস রয়েছে কংগ্রেসের। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কর্নাটকের চিত্রদুর্গার এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, যখন দিল্লিতে বাটলা হাউস এনকাউন্টার হয়েছিল, তখন সবচেয়ে লম্বা কংগ্রেস নেতা সন্ত্রাসীদের মৃত্যুর কথা শুনে চোখের জল ফেলেছিলেন।
যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কংগ্রেস ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কর্নাটকেও কংগ্রেস সন্ত্রাসবাদের প্রচার করেছে। কিন্তু বিজেপি সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং তুষ্টিকরণের খেলা শেষ করেছে। যারা সন্ত্রাসবাদে প্রচার করে, তারা কখনই রাজ্যের উন্নয়ন করতে পারে না। কংগ্রেস এবং জেডিএস উভয় দলেরই লক্ষ্য পরিবারবাদী রাজনীতি, দুর্নীতি এবং সমাজকে বিভক্ত করা।কংগ্রেস জনগণের ওয়ারেন্টি এবং বিশ্বাস দু’ই হারিয়েছে।তাই কংগ্রেসের নির্বাচনী গ্যারান্টি মিথ্যা ছাড়া আর কিছুই নয়।