Monday, September 25, 2023
প্রযুক্তিআইফোন ফিফটিন,দাম শুরু ৮০০ ডলার থেকে

আইফোন ফিফটিন,দাম শুরু ৮০০ ডলার থেকে

অ্যাপল পার্কে অনুষ্ঠিত ওয়ান্ডারলাস্ট ইভেন্টে নতুন আইফোন ও অ্যাপলওয়াচ লঞ্চ করেছে অ্যাপল।  মঞ্চে আইফোন ফিফটিন, আইফোন ফিফটিন প্লাস, আইফোন ফিফটিন প্রো ও আইফোন প্রো ম্যাক্সের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অ্যাপলপ্রধান টিম কুক এবং অ্যাপলের অন্য কর্তারা।

 

এর পাশাপাশি প্রদর্শিত হয়েছে ওয়াচ সিরিজ ৯ এবং আলট্রা ২।উল্লেখ্য,এবার ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে ১১ বছরের নিয়ম ভেঙেছে অ্যাপল। চার্জের জন্যে এসেছে সি পোর্ট। আইফোন ফিফটিন -র দাম বলা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ফিফটিন প্লাসের দাম ৮৯৯ ডলার বা ৯৮ হাজার টাকা, আইফোন ফিফটিন প্রো-র দাম ৯৯৯ ডলার বা এক লাখ ৯ হাজার টাকা এবং আইফোন প্রো ম্যাক্সের দাম এক হাজার ১৯৯ ডলার বা এক লাখ ৩১ হাজার টাকা। ওয়াচ সিরিজ নাইন-র দাম ৩৯৯ ডলার বা ৪৩ হাজার ৫০০ টাকা এবং আলট্রা টু -র দাম ৭৯৯ ডলার বা ৮৭ হাজার টাকা।অন্যদিকে,আইফোনে লাইটেনিং চার্জিং পোর্টের বদলে ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহার করেছে অ্যাপল। টাইটেনিয়াম কেসিং দিয়ে তৈরি করা হয়েছে আইফোন ফিফটিন প্রো ও আইফোন ফিফটিন প্রো ম্যাক্স।আইফোন দুটিতে ৩ ন্যানোমিটারের বায়োনিক চিপ এ১৭ প্রো রয়েছে।টিম কুক জানিয়েছেন, এই দুটি আইফোনের চেয়ে উন্নতমানের আইফোন কখনো অ্যাপল তৈরি করেনি।সব আইফোন ও অ্যাপলওয়াচের বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।

More News

আইফোন ঠেকাতে আইন জারি করেনি চীন

0
আইফোন বা অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ফোন কেনা ও ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি...

২০২৫-র মধ্যে সব স্মার্টফোনে ইসরোর প্রযুক্তি : মন্ত্রী

0
২০২৫ সালের মধ্যেই দেশের সব স্মার্টফোনে ইসরোর তৈরি নেভিগেশন প্রযুক্তি নাবিক থাকবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য...

২০০ বিলিয়ন ডলার খোয়াল অ্যাপল

0
চীন সরকারি কর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। এমন খবর ছড়িয়ে পড়তেই দ্বিতীয় দিনের মতো কমেছে...