অ্যাপলের আসন্ন আইওএস ২৬ আপডেট ইউজারদের গোপনীয়তা ও নিরাপত্তায় এক নতুন মাত্রা অ্যাড করতে যাচ্ছে। এবার ফেসটাইমে অ্যাড হচ্ছে এমন একটি ফিচার,যা ভিডিও কলে ক্যামেরার সামনে নগ্নতা শনাক্ত করলেই কলটি স্বয়ংক্রিয়ভাবে স্থগিত করে দেবে।বন্ধ হয়ে যাবে ভিডিও এবং অডিও,একসঙ্গে। আইওএস ২৬-এর বেটা ভার্শনে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু রয়েছে।
কল স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটি সতর্কবার্তা ভেসে ওঠে।যেখানে বলা হবে,আপনাকে সম্ভবত স্পর্শকাতর কিছু দেখানো হচ্ছে, তাই অডিও ও ভিডিও বন্ধ রাখা হয়েছে। আপনি অস্বস্তি অনুভব করলে কলটি কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ইউজার চাইলে কলটি পুনরায় শুরু করতে পারবেন, তবে ফিচারটি নিজে থেকেই দৃশ্য পর্যবেক্ষণ করে কার্যকর হয়।এর আগে ৯ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ ,কমিউনিকেশন সেফটি ফিচার নিয়ে কথা বলেন অ্যাপল কর্তারা। ধারণা করা হয়েছিল,এটি কেবল শিশু-কিশোর বা ফ্যামিলি শেয়ারিং অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে। তবে এখন দেখা যাচ্ছে, বেটা ভার্শনে এটি সব ধরনের অ্যাকাউন্টেই সক্রিয়।
অ্যাপল এর আগেও ঘোষণা করে ছিল,ফটোস অ্যাপে কোনো সংবেদনশীল ছবি শেয়ার্ড অ্যালবামে থাকলে তা ব্লার করে দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে।ফেসটাইমের এই নতুন,স্মার্ট সেন্সর ফিচার অ্যাপলের ডিজিটাল ওয়েলবিয়িং ও ইউজারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রচেষ্টারই অংশ। তবে চূড়ান্ত ভার্শনে এটি সবার জন্য থাকবে কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো নিশ্চিত করেনি।