ফুটবল বিশ্বকাপ জিতলেও ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে লিয়োনেল মেসিদের উপর।
শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে মেসিদের। অভিযোগ,বিশ্বকাপ জেতার পরে উৎসব করার সময় মেসিরা স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করেছেন।ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, ফিফা জানিয়েছে,বিশ্বকাপ জেতার পরে স্টেডিয়ামের যে জায়গায় মেসিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেখানে ভাঙচুর করেন তাঁরা।মেসির নেতৃত্বে গোটা দল নাকি এই অপরাধ করেছে।এ ছাড়া সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকারও দেননি আর্জেন্টিনার ফুটবলাররা। এই অভিযোগ ওঠার পরে তদন্তের নির্দেশ দিয়েছে ফিফা।এ ছাড়া মেসিদের দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।বিশ্বকাপের সেরা গোলরক্ষক হওয়ার কারণে সোনার গ্লাভস জেতার পরে সেটি নিয়ে অশালীন ভঙ্গি করেন মার্তিনেস। সেই আচরণ নিয়ে ফিফার কাছে অভিযোগ জমা পড়েছে।আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে ইতিমধ্যেই সব কথা জানিয়ে দিয়েছে ফিফা। তাদের সহযোগিতা করতে বলা হয়েছে। তবে তদন্তের কোনও সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি ফিফা।