লা স্কালোনেটা’য় চড়ে আর্জেন্টিনার ট্রফি-র গাড়ি গিয়ে পৌঁছেছে তাদের পুরনো শত্রু নেদারল্যান্ডসে। যে স্টেশনে গিয়ে বারবার সংশয় জাগে।
গাড়ি থামিয়ে দেওয়ার হুমকি আসে,কিন্তু শেষ পর্যন্ত আকাশি-সাদা ঝাণ্ডা উড়িয়ে পৌঁছে যায় পরের স্টেশনে।এই কোয়ার্টার ফাইনাল নিয়ে কাতারে এবারও নানামুখী আলোচনা শুরু হয়েছে।লুইস ফন হালের নেদারল্যান্ডস এবার তৈরি হচ্ছে আট বছর আগের হারের প্রতিশোধ নিতে।গত বছর কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টাইনরা বেজায় খুশি হয়েছিল। কারণ দীর্ঘ ২৮ বছর পর লিওনেল স্কালোনির আর্জেন্টিনা তাদের ট্রফি উপহার দেয়। তখনই আর্জেন্টিনায় একটি গাড়ি রং করে সাজানো হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল,লা স্কালোনেটা। বাসের সামনের দিকে দুজন লিওনেল,স্কালোনি ও মেসি, পেছনে খেলোয়াড়রা বসে। দুই লিওতে মিলে আলবিসেলেস্তেদের বড় আসরে ট্রফি খরা মিটেছে, সুবাদে তাদের নিয়ে আরেকটা বিশ্বকাপ ট্রফি-র স্বপ্নের আঁকিবুঁকি শুরু করে দেয় আর্জেন্টাইনরা। তাদের এমনই বিশ্বাস, লা স্কালোনেটা’য় চড়ে কাতার জয় করবেন লিওনেল মেসি।কোপা জয়ে তাদের সেই বিশ্বাস আরো পোক্ত হয়েছিল দীর্ঘ ৩৬ ম্যাচ অপরাজিত থাকায়।কাতারে এসে প্রথম ম্যাচে সৌদি আরবে ধাক্কা খেয়ে এই দলকে আবার ঘুরে দাঁড়াতে দেখে সমর্থকরা আশাবাদী হয়ে ওঠে।