অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই চমক। স্টেজে উঠলে ফ্যান ফলোয়ারদের সারপ্রাইজ দিতে যেন সব সময়ই তৈরি অরিজিৎ।
তবে অরিজিৎ সিং এবার যেটা করেছেন, তা দেখে একেবারে তাজ্জব ফ্যান ফলোয়াররা।সম্প্রতি সোশাল মিডিয়ায় অরিজিতের একটি কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গান গাইতে গাইতেই হঠাৎ নেল কাটার দিয়ে নখ কাটতে শুরু করেছেন অরিজিৎ। গায়কের এমন কাণ্ড দেখে তাজ্জব ফলোয়াররা।জানা গিয়েছে, গিটার বাজানোর সময় যদি নখ ঠিকভাবে কাটা না থাকে, তাহলে অসুবিধা হতে পারে।আর সেই কারণেই নাকি নখ কেটে নিয়েছেন অরিজিৎ।উল্লেখ্য অরিজিতের এমন মাটির মানুষ অবতার কিন্তু বার বার মন জিতে নেয় ফ্যান ফলোয়ারদের।অন্যদিকে শাহরুখ, সলমন থেকে রণবীর কাপুর, অরিজিৎ সিংয়ের গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের তাবড় সেলেবরাও।তাঁর লাইভ কনসার্ট মানেই ফ্যানদের উন্মাদনা। কয়েকদিন আগে লাইভ কনসার্টে ট্যাঙ্ক টপ খুলে গায়কের দিকে ছুঁড়ে মেরেছিল এক ফ্যান। আর ওই মহিলা ফলোয়ারের কীর্তি দেখে নিজেই তাজ্জব অরিজিৎ।কিন্তু ফিরিয়ে দেননি তাঁকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিয়েছেন নিজের নাম। মাস দুয়েকের পুরনো হলেও সেই ভিডিওই এখন দাবানল গতিতে ভাইরাল।