Tuesday, April 23, 2024
বিনোদনসিংহাম এগেইন : খলনায়ক অর্জুন কাপুর

সিংহাম এগেইন : খলনায়ক অর্জুন কাপুর

অভিনেতা অর্জুন কাপুরের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ইশাকজাদে সিনেমাতে ধূসর এক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। যদিও তিনিই ছিলেন সেই ছবির মূল অভিনেতা। এরপর আরো বেশ কিছু ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করলেও এবার খলনায়ক হয়ে পর্দায় ধরা দিচ্ছেন অভিনেতা অর্জুন কাপুর।

জানা গেছে, রোহিত শেঠির আসন্ন পুলিশি অ্যাকশন সিনেমার খলনায়ক হতে যাচ্ছেন অর্জুন কাপুর।ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে রোহিত শেঠি পরিচালিত মাল্টি-স্টারকাস্ট আসন্ন ছবি সিংহাম এগেইন-এর সব কটি চরিত্রের লুক। যেখানে উত্তাপ ছড়িয়েছেন অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিংসহ দীপিকা পাডুকোনও। তবে আসন্ন ছবিটিতে খলনায়কের চরিত্রে কাকে দেখা যাবে তা এত দিন অজানা ছিল সবার কাছে। অবশেষে জানা গিয়েছে, অর্জুনই হচ্ছেন ছবির খলনায়ক।খলনায়কের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা প্রসঙ্গে রোহিত শেঠিকে ধন্যবাদ জানিয়ে অর্জুন একটি বিবৃতিতে বলেছেন, তিনি ইশাকজাদে, অরঙ্গজেবের মতো ছবিতে নেতিবাচক শেডগুলোর চরিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন।এত বছর পর এসেও সেটাই করছেন।তবে সেটা সিংহাম এগেইনের মতো ছবিতে। রোহিত শেঠির কাছে কৃতজ্ঞ এই বিশ্বাসের জন্য যে তিনি তার উচ্চাকাঙ্ক্ষী এবং বহু-প্রিয় কপ ইউনিভার্স ছবিতে একজন আউট-অ্যান্ড-আউট ভিলেনের ভূমিকায় অভিনয় করতে পারছেন বলে।অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিংহাম-এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে।পরে দু’ বছরের বিরতি নিয়ে নির্মিত হয় সিংহাম রিটার্নস। এ ফ্র্যাঞ্চাইজিতে বাজিরাও সিংহাম চরিত্রে অভিনয় করে দর্শকের তুমুল ভালোবাসা কুড়িয়েছেন অজয়।এবার নির্মিত হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিংহাম এগেইন সিনেমাটি।

More News

মালাইকাকে আনফলো করলেন আরবাজ়

0
আরবাজ খান সদ্য বিয়ে করেছেন। ২৪ ডিসেম্বর রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে নতুন সংসার পেতেছেন মালাইকা...

এবার মালাইকাও বিয়ে করছেন

0
আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক চুকেবুকে গেছে ২০১৭ সালে। বিচ্ছেদের পর দুজনেই নতুন করে...

মালাইকা : করণের প্রশ্নে অর্জুন বোমা 

0
মাসখানেক আগে বিটাউনের খবর চাউর হয়, অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি চিড় ধরেছে।সেই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখাতে...