শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব পুণাওয়ালার উপর হামলাকারীরদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, ঘটনাস্থল থেকে পাঁচটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে অভিযুক্তের উপর কয়েকজন ব্যক্তি তলোয়ার নিয়ে আচমকা হামলা করেছিলেন। হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত দুই হামলাকারীর নাম কুলদীপ ঠাকুর এবং নিগম গুজ্জর। কুলদীপ গাড়ি কেনা বেচার সঙ্গে যুক্ত। নিগম পেশায় ট্রাক চালক। হামলাকারীরা যে গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিলেন, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।এক পুলিশ কর্মী জানিয়েছেন, এরপর যেন এমন ঘটনা না ঘটে তাই ফরেন্সিক পরীক্ষাগারের সামনে আরও পুলিশ মোতায়েন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশের পাশাপাশি বিএসএফ-এর জওয়ানদেরকেও মোতায়েন করা হয়েছে।