রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশের মাটিতে গ্রেফতারের চেষ্টা করা হলে, তা যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। এমনই বার্তা দিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
ইউক্রেনে যুদ্ধ শুরু ও শিশুদের জোর করে রাশিয়ায় তুলে নিয়ে যাওয়ার অপরাধে সম্প্রতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই প্রসঙ্গে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করা হলেই একটি দেশকে আক্রমণ করা হবে।সেক্ষেত্রে বুন্ডেসটাগের উপরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়বে। জার্মান চ্যান্সেলরের অফিসে হামলা চলবে। অন্যদিকে, রাশিয়া ফের ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে।জার জেরে কিভ অঞ্চলে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া থেকে এক জনের মৃত্যুর খবর মিলেছে। দুই শিশু-সহ ৩৪ জন গুরুতর আহত হয়েছেন। একটি আবাসনে এসে পড়েছিল রুশ ক্ষেপণাস্ত্র।