ভারতের অবিচ্ছদ্য অংশ হল অরুণাচল প্রদেশ। মার্কিন সেনেটে এমনই প্রস্তাব পেশ করে ভারতকে সমর্থন করেছেন তিন মার্কিন সেনেটর।
সামরিক শক্তি প্রয়োগ করে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্বাভাবিক অবস্থা পরিবর্তনের যে চেষ্টা করেছে চিন, সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরা। ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে সওয়াল করে চিনের আগ্রাসনের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকার যেভাবে নিজেদের রক্ষা করেছে, তার প্রশংসাও করেছেন।মার্কিন সেনেটর জেফ মার্কলে, বিল হাগেরটি এবং জন করনিন অরুণাচলের বিষয়ে রেজোলিউশন এনেছেন মার্কিন সেনেটে। সেখানে অরুণাচলে ভারতের প্রতিরক্ষার ব্যাপারে নেওয়া পদক্ষেপের প্রশংসা করা হয়। ওই সেনেটররা বলেছেন, অরুণাচল সীমান্তে ভারত যেভাবে প্রতিরক্ষা জোরদার করেছে। আমেরিকার সাহায্যও জটিল প্রযুক্তি ব্যবহার করছে তা প্রশংসনীয়।