অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জমা করেছেন আপ সুপ্রিমো।
ভোট প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি । পরের দিন অর্থাৎ ২ জুন আত্মসমর্পণ করতে হবে তাঁকে।কিন্তু জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী চিকিৎসার প্রয়োজনে অন্তবর্তী জামিনের মেয়াদ ৭ বৃদ্ধির আর্জি জানিয়েছেন। তাঁর পাকস্থলিতে কিছু সমস্যা হচ্ছে। চিকিৎসার জন্য অনেক টেস্ট করা দরকার। যেগুলির জন্য অন্তত সাতদিন সময় প্রয়োজন। ২১ মার্চ ইডি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ততদিনে দেশে নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়। ফলে নীতিগত বা গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সরকারের কাছে ছিল না। তাই মুখ্যমন্ত্রীর সাক্ষরের সেভাবে প্রয়োজন হয়নি। কিন্তু ভোট মিটে যাওয়ার পর সরকার পরিচালনা কঠিন হয়ে পড়বে মুখ্যমন্ত্রী জেলে থাকলে।