Monday, March 27, 2023
আন্তর্জাতিক সংবাদমস্কোয় পুতিন-আসাদ বৈঠক

মস্কোয় পুতিন-আসাদ বৈঠক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইউক্রেন যুদ্ধের সময় সিরিয়া রাশিয়ার পাশে থেকেছে।

উল্লেখ্য,১২ বছর ধরে রাশিয়াও আসাদকে সমর্থন করে আসছে। অন্যদিকে আসাদকে ক্ষমতাচ্যূত করার জন্য বিদ্রোহীরা সমানে চেষ্টা করে গেছে। সেই বিদ্রাহীদের দমন করার কাজেও রাশিয়া প্রেসিডেন্ট আসাদের পাশে থেকেছে। পুতিন আসাদের সবচেয়ে বড় বন্ধু বলে পরিচিত।রাশিয়া কীভাবে আসাদকে সাহায্য করেছে পুতিন সেই কথা উল্লেখ করেছেন। আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের থামাতে রাশিয়া সেনা মোতায়েন করে এবং বিমান হামলাও করেছিল। এর ফলে ইরান ও দামাস্কাসও লাভবান হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার এই সামরিক সাহায্যের জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানকে সিরিয়া সমর্থন করে।আসাদের দাবি,যদিও রাশিয়া এই বিশেষ অভিযান করছে, কিন্তু তাদের প্রতি সিরিয়ার মনোভাব অপরিবর্তিত আছে।প্রেসিডেন্ট আসাদের অফিস থেকে বলা হয়েছে, দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়ন ও অন্য বিষয়ে একে অপরকে সাহায্য করবে।এদিকে,সিরিয়ায় যুদ্ধের পর আসাদ আন্তর্জাতিক দুনিয়ায় কার্যত একঘরে।সেই অবস্থার পরিবর্তন চান আসাদ। উত্তর সিরিয়ায় ভয়ংকর ভূমিকম্পের পর তিনি আন্তর্জাতিক দুনিয়ার কাছ থেকে সাহায্য চেয়েছেন। সিরিয়াকে বিভিন্ন দেশ যাতে স্বীকৃতি দেয়, তিনি তার চেষ্টা করছেন।আসাদের প্রতিবেশী দেশ তুরস্ক আবার সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন করছে। তবে মস্কো এই বিরোধ মেটাবার চেষ্টা করছে। উত্তর সিরিয়ায় কুর্দদের রাশিয়া ও তূরস্ক শত্রু মনে করে। এই অবস্থায়,ডিসেম্বরে মস্কোতে সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীরা আলোচনায় বসেছিলেন।

More News

তুরস্ক ও সিরিয়ায় তহবিল পাঠাবে হাম্বল বান্ডল

0
তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নতুন এক গেমিং বান্ডল তৈরি...

জাপানে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্ক

0
ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান।উত্তর জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয় বলে জাপানের...

সিরিয়ায় আইএস হামলায় নিহত ৫৬

0
ভূমিকম্পের আবহের মধ্যে আইএস জঙ্গিদের হামলায় সিরিয়ায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মধ্য সিরিয়ার...