Sunday, July 14, 2024
Top Newsঅসমের বন্যার আরও অবনতি, বাড়ছে মৃত্যু 

অসমের বন্যার আরও অবনতি, বাড়ছে মৃত্যু 

অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে।
বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে অসমে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। মানুষের পাশাপাশি ৮৯টি পশুকেও উদ্ধার করা হয়েছে। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে অসমের গুরুত্বপূর্ণ তিনটি নদীর জল। সেখানে জল না কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছ’লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নগাওঁ জেলা। শুধু সেখানেই বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লাখের বেশি। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিসংখ্যান বলছে, এখনও বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত ১০টি জেলা।ভেসে গিয়েছে রাস্তাঘাট, সেতু এবং ঘরবাড়ি। বিঘার পর বিঘা চাষের জমিও বন্যায় ক্ষতিগ্রস্ত। বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসমের পুলিশ এবং জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। রাতে স্থানীয়দের চলাফেরাতেও জারি হয়েছে বিধিনিষেধ। রাজধানী শহর গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন।

More News

অসমের বন্যায় মৃত্যু বেড়ে ১০, বিপদসীমার উপর ব্রহ্মপুত্র

0
অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। অসমের বিস্তির্ণ এলাকায় এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে...

কাজিরাঙা ছেড়ে পালাচ্ছে গণ্ডারের দল

0
ব্রহ্মপুত্র নদের দু কূল ছাপানো জলে কার্যত ভেসে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্য অসম। অসমের বন্যা পরিস্থিতি...

অসম বন্যার অবনতি, মৃত্যু বাড়ছে 

0
বন্যায় বিপর্যস্ত অসমে মৃতের সংখ্যা বাড়ছে। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে রাজ্যের ১৫টি জেলা। বন্যায়...