অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ফলে এখনও পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যে বন্যায় মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে।২১ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, মৃত আট জনের মধ্যে শুধু কাছারেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁওতে একজনের মৃত্যু হয়েছে। কাছার এলাকায় এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শিলচরের কয়েকটি এলাকা এখনও জলমগ্ন। তবে অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে ২২ টি জেলা জলবন্দি রয়েছে। এই মুহূর্তে নগাঁওতে কপিলি, করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ২ হাজার ২৫৪ টি গ্রাম এখনও জলের তলায়। ৫৩৮ টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। এখনও ৭৪ হাজার ৬৫৫.৮৯ হেক্টর জমি জলে ডুবে রয়েছে।সম্প্রতি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।