প্রেমিকাকে বিয়ে করার জন্য এটিএম থেকে ২০ লাখ টাকা চুরি করলেন খোদ নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে, অসমের বাসিন্দা ২৩ বছর বয়সি দীপঙ্কর নমসুদ্ৰ ৬ মাস আগে বেঙ্গালুরুর এক এটিএম নিরাপত্তিরক্ষীর কাজে ঢুকেছিলেন।
ওই এটিএম-এ যে কর্মী টাকা ভর্তি করতেন তার সাথে বন্ধুত্ব করে নিয়েছিল দীপঙ্কর। ওই কর্মী এটিএম খোলার পাসওয়ার্ডও জানিয়েছিলেন দীপঙ্করকে। এর পর চলতি মাসেই এটিএম খুলে প্রায় ১৯ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা চুরি করে পালিয়ে যায় দীপঙ্কর নমসুদ্ৰ। ব্যাঙ্কের ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে এটিএমের সিসিটিভি ফুটেজ পুলিশ দীপঙ্করকে টাকা চুরি করতে দেখে। চুরির পর পোশাক বদলে এটিএম এল নিভিয়ে পালিয়ে যান তিনি। বুধবার পলাতক দীপঙ্করকে তার অসমের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদের সময় সে জানিয়েছে, প্রেমিকাকে বিয়ে করার সামর্থ্য ছিল না তাই বিয়ের খরচ মেটাতে ও হোটেল খোলার জন্য টাকা চুরি করেছে সে। ইতিমধ্যেই চুরি করা টাকার মধ্যে ৫ লাখ টাকা বন্ধুদের সাথে পার্টি করে খরচ করে ফেলেছে বলে জানিয়েছে দীপঙ্কর নমসুদ্ৰ।