!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeNationalদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে হামলার ছক! 

    দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে হামলার ছক! 

    Published on

    সাম্প্রতিক খবর

    মুম্বইয়ে হামলার আগে দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে হামলার ছক ছিল ডেভিড হেডলি, তাহাউর রানাদের। সূত্রের খবর, মুম্বই হামলার চক্রী রানাকে জেরা করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
    শুধু তা-ই নয়, দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে হামলার ষড়যন্ত্র করেছিলেন পাকিস্তান সেনার দুই মেজর আবদুল রহমান পাশা এবং ইকবাল। সূত্রের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল এক ছাদের নীচে ভারতীয় সেনার বেশ কয়েক জন ব্রিগেডিয়ার এবং জেনারেলকে হত্যা করা। মেজর ইকবাল ডেভিড হেডলিকে ২৫ হাজার মার্কিন ডলারও দিয়েছিলেন। লক্ষ্য ছিল, মুম্বইয়ের তাজ হোটেল-সহ ভারতের বেশ কিছু জায়গায় গুপ্তচরবৃত্তি করা। সেই তালিকায় বেশ কয়েকটি গবেষণা সংস্থাও ছিল। আর গোটা পরিকল্পনার কথা জানতেন রানা।সূত্রের খবর, ২০০৬ সালের সেপ্টেম্বরে মুম্বই আসেন হেডলি। পাকিস্তানি মেজর জেনারেল ইকবাল তাঁকে ভারতের বেশ কয়েকটি জায়গার মানচিত্র এবং নকশা দেন।
    সেই তালিকায় দিল্লির ডিফেন্স ন্যাশনাল কলেজও ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ভারতের কোথায় হামলা চালানো হবে তার চূড়ান্ত নকশা যেখানে তৈরি হয়েছিল, সেই বৈঠকে ছিলেন পাক সেনার দুই মেজর, লশকর এবং জইশ জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতৃত্বও ছিলেন।
    Your ad here

    আরো খবর