প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তাবেষ্টনী ভেঙে তাঁর দিকে এগিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জানুয়ারির পর আবার প্রায় একই ঘটনা কর্নাটকে।
বিজেপি শাসিত ভোটমুখী রাজ্যে নির্বাচনী রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ, সে সময় ব্যারিকেড টপকে প্রধানমন্ত্রীর দিকে দৌড়ে এগোনোর চেষ্টা করেন এক যুবক। যদিও তাঁকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।জানা গিয়েছে, কর্নাটকের দাবণগেরে এলাকায় প্রধানমন্ত্রীর ব্যারিকেড ভেঙে তাঁর দিকে দৌড় দিয়েছিলেন কোপ্পল জেলার বাসিন্দা। তবে অলোক কুমার নামে কর্নাটক পুলিশের এক শীর্ষ আধিকারিক যুবককে ধরার জন্য তাঁর পিছনে ছুটতে শুরু করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রোড শোয়ে হাজির স্পেশাল প্রোটেকশন কম্যান্ডো গ্রুপ- র সদস্যরাও যুবকটিকে ধরার চেষ্টা করেন। শেষমেশ তাঁকে পাকড়াও করে ফেলেন তাঁরা। কী কারণে অভিযুক্ত এমন করলেন অথবা তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখছেন পুলিশ।