প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে উচ্ছ্বাসে মেতেছেন অস্ট্রেলিয়ার প্রবাসী ভারতীয়রা। পাপুয়া নিউগিনিতে তৃতীয় ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কো-অপারেশন সামিটের পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।
তাঁকে স্বাগত জানাতে সিডনিতে জমায়েত হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে বিশেষভাবে সম্বর্ধনা জানিয়েছেন তাঁরা। সকলের সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দেখা করেছেন শিশুদের সঙ্গেও।তাঁর ছবিতে শিল্পীকে অটোগ্রাফও দিয়েছেন প্রধানমন্ত্রী। কয়েক জনের সঙ্গে সেলফিও তুলেছেন তিনি। হাত তুলে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী-মোদী স্লোগানে মুখর ছিল গোটা এলাকা।জানা গিয়েছে, সিডনিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।