আসন্ন নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে ফেরানো হচ্ছে লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে। এই দুই সিরিজের জন্য ১৪ দলের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।এদিকে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে এই দুই সিরিজ থেকে বাদ দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার এবং টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে
।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে আসছে গ্রীষ্ম সিজনে কামিন্সকে পুরো ফিট পেতে এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। কামিন্স ছাড়াও এই দুটি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটসম্যান ট্রাভিস হেডকে। এই ক্রিকেটারও প্রথম সন্তানের অপেক্ষায় কাটাবেন এই ছুটি।আগস্টের শেষ সপ্তাহে টাউন্সভিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে অজিদের মিশন। ২৮, ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর তিনদিন পর শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর কেয়ার্ন্সে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। অন্যদিকে,ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরছেন বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে ছুটিতে থাকা জেসন হোল্ডার।হোল্ডারকে ফেরানো নিয়ে ক্যারিবিয়ানদের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন,বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে জেসন হোল্ডার বড় নাম। ভারতের বিপক্ষে হোল্ডার ফেরায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খুশি। জেসন হোল্ডার পূর্ণ উদ্যম নিয়ে ফিরছে। আশা করা হচ্ছে মাঠে তার ব্রিলিয়ান্স দেখতে পাওয়া যাবে।ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২২, ২৪ এবং ২৭ জুলাই। ওয়ানডের পর দু’ দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে।