সকালবেলা কোনও রকমে স্নান সেরে, কাজে বেরোতে হয়।চুল কখন শুকোবে, চুল আঁচড়াবেন, সময় কোথায়? আবার প্রতি দিন ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেবেন এমন অভ্যাসও ভাল নয়।
অতএব ভিজে চুলেই চিরুনি দিয়ে ঝটপট করে চুল আঁচড়ে নিলেন। আর মেঝেতে গোছা গোছা চুল।কিন্তু,ভিজে চুল আঁচড়ানোর সঙ্গে চুল পড়ে যাওয়ার কোনও সম্পর্ক আছে কি।বিশেষজ্ঞরা বলছেন,চুল ঝরে পড়ার অনেকগুলি কারণের মধ্যে এটিও একটি কারণ। তবে এই সমস্যা মেয়েদেরই বেশি।কারণ ছোট চুল, ভিজে অবস্থায় আঁচড়ালেও এতটা ওঠে না। তবে চুলের গোড়া যদি দুর্বল হয় এবং তার উপর যদি ভেজা থাকে, সে ক্ষেত্রে চুল ঝরে যাওয়ার আশঙ্কা বেশি।তবে ভিজে চুল যদি আঁচড়াতেই হয় সে ক্ষেত্রে সেরাম লাগিয়ে, জট ছাড়িয়ে তার পর আঁচড়ানোই ভাল।এ ছাড়াও ভিজে চুল বেঁধে রাখা বা ভিজে চুলে ঘুমোলেও কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে।এখন প্রশ্ন হলো কী কী করলে ভেজা চুল ঝরে পড়বে না? উত্তর হলো বড় দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়াতে চেষ্টা করুন।চিরুনি দিয়ে আঁচড়ানোর আগে হাত দিয়ে জট খুলে নিন।পাশাপাশি স্নান করে উঠেই ঘষে ঘষে মাথা মুছবেন না।ভেজা চুলে ভাল মানের সেরাম ব্যবহার করতে হবে।আর, ভিজে চুলে কোনও রকম কারুকাজ করতে যাবেন না।