Monday, March 27, 2023
Top Newsপ্রোমোটার অয়নের অফিসেও ৩৫০ ওএমআর শিট

প্রোমোটার অয়নের অফিসেও ৩৫০ ওএমআর শিট

নিযোগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের  ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে প্রায় ৩৫০ টি ওএমআর শিট উদ্ধার হয়েছে। ইডি সূত্রে খবর এমনটাই। শনিবার রাত থেকে অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। রবিবার সকালে ইডির তরফে জানানো হয় তল্লাশিতে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে চাকরিপ্রার্থীদের নামের লিস্টও মিলেছে। এছাড়া সম্পত্তি সংক্রান্ত বেশকিছু নথিও উদ্ধার হয়েছে। ইডি সূত্রে খবর বিভিন্ন বছরের একাধিক চাকরিপ্রার্থীর উত্তরপত্র বা ওএমআর শিট মিলেছে । অফিসের আলমারি, এমনকি ওয়ারড্রব থেকেও একাধিক ডিজিটাল নথি মিলেছে। সম্পত্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখে শান্তনুর সঙ্গে যৌথভাবে কেনা বেশকিছু সম্পত্তিও মিলেছে বলে জানা গিয়েছে। শনিবার বলাগড়ে শান্তনু ঘনিষ্ঠ কয়েকজনকে জেরা করেন ইডি অফিসাররা। সেই সময়ই ইডির অন্য একটি দল সল্টলেকে অয়নের অফিসে পৌঁছে যায়। জগুদাস পাড়ায়  অয়নের তৈরি একটি আবাসনেও শান্তনুর ফ্ল্যাট রয়েছে। প্রোমোটার অয়নকে জেরার পাশাপাশি তাঁর মা,বাবাকেও জেরা করে ইডি। বাড়িতেও তল্লাশি চালানো হয়।

More News

অয়নের কাছে পুরসভা সংক্রান্ত্র ওএমআর শিট 

0
নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পাশাপাশি পুরসভা সংক্রান্ত্র উত্তরপত্র ওএমআর শিট, অ্যাডমিট কার্ড-র হদিশ শান্তনু ঘনিষ্ঠ...

চাকরির নামে ঘুষ, আত্মহত্যার সুইসাইড নোটেও অয়নের নাম

0
প্রাথমিকে চাকরি দেয়ার নামে ঘুষ নেওয়া থেকে শুরু করে চাকরির প্রতিশ্রুতিতে টাকা তোলার কাজে জনৈক...

গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন   

0
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৩৭ ঘণ্টা টানা তল্লাশির পর ইডি-র হাতে গ্রেফতার ধৃত ও বহিস্কৃত তৃণমূল যুবনেতা...