Sunday, March 26, 2023
বিনোদনটুইটারে কটাক্ষ, জবাব দিলেন আয়ুষ্মান

টুইটারে কটাক্ষ, জবাব দিলেন আয়ুষ্মান

আয়ুষ্মান খুরানা,বলিউডে এখন হিট মেশিন। নিজের স্বল্প দিনের ক্যারিয়ারে দারুণ সব হিট ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন আয়ুষ্মান। ফ্যানদের ভালোবাসায় সিক্ত থাকেন সর্বদা। তবে নিজেকেও যুক্ত রাখের ফ্যানদের সাথে। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ফ্যানদের সাথে সংযোগ রাখেন অভিনেতা আয়ুষ্মান।

নিজের লেখা শায়েরি, শেয়ার করেন ফ্যানদের সাথে। ফ্যানরাও দারুণ উচ্ছ্বসিত থাকে অভিনেতার শায়েরিতে। তবে এবার ঘটে গিয়েছে একটু ব্যতিক্রম এক ঘটনা। এক নেটিজেন মন্তব্য করে কটাক্ষ করে বসেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। সম্প্রতি আয়ুষ্মান টুইটারে একটি শায়েরি লিখেছিলেন যে, কীভাবে একজন মহিলা একজন পুরুষের মাঝে থাকা শিশু স্বভাবের প্রতি আকৃষ্ট হতে পারেন। শায়েরি প্রকাশের পর থেকেই ফ্যান ফলোয়াররা প্রশংসা করতে থাকলেও গভীর রাতে আয়েশা আরিফ নামে একজন মহিলা তার শায়রিতে আপত্তি জানিয়ে বলেছেন, টুইটার তার ব্যক্তিগত ডায়েরি নয়, অভিনেতা তাকে আরও একটি শায়রি দিয়ে উত্তর দিয়েছেন।টুইটারে আয়ুষ্মান হিন্দিতে লিখেছেন, একজন মহিলা আপনার হৃদয় বা পুরুষত্বের প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু সে আপনার মধ্যে থাকা শিশু স্বভাবের প্রেমে পড়ে।আয়ুষ্মানের এই শায়েরির বিপরীতে সেই মহিলা নিজেও শায়েরি লিখেই জানিয়েছেন,মনে যে কথাই আসে সেটা শায়েরি নয়। এটা টুইটার আয়ুষ্মান, আপনার ডায়েরি নয়।আয়েশা আরিফ নামের সেই মহিলার এই ধরনের মন্তব্যে আয়ুষ্মান ফ্যান ফলোয়াররা অবশ্য ক্ষোভ জানিয়ে তাকে প্রতি উত্তর দিয়েছেন। তবে অভিনেতা আয়ুষ্মান খুরানা তার জবাবে আরেকটি শায়েরি লিখেছেন। আয়ুষ্মান সেই মহিলার কটাক্ষের উত্তরে লিখেছেন, কখনও কখনও আমার শায়েরি হয়ে যায় ছড়া, কখনও কখনও এটি হয় খুব দীর্ঘ। তবে টুইটার ব্যক্তিগত ডায়েরির চেয়েও বেশি মজাদার ডায়েরি। অভিনেতা আয়ুষ্মান খুরানার এমন জবাবের বেশ প্রশংসা করেছেন তার ফ্যানরা। মন্তব্য করে আয়ুষ্মান খুরানার শায়ের প্রশংসাও করছেন।

More News

টুইটারের ৫০ জন ম্যানেজারকে ছাঁটাই মাস্কের 

0
এবার ৫০ জন ম্যানেজারদের সরিয়ে তাদেরই মনোনীত কর্মীদের ওই পদে নিয়োগ করেছেন টুইটার সিইও ইলন...

‘টুইটার ফাইলস’ নিয়ে তদন্তে এফটিসি

0
ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে প্ল্যাটফর্মটির সবচেয়ে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তদন্তে নেমেছে মার্কিন...

টুইটার : ২০টির বেশি দেশে ‘ব্লু’ 

0
ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হয়েছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের আর্থিক ফিভিত্তিক গ্রাহক সার্ভিস,ব্লু।রিপোর্ট অনুযায়ী,এই বিস্তৃতির...