Monday, May 27, 2024
জাতীয় সংবাদজম্মু স্টেশনে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার

জম্মু স্টেশনে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার

জম্মু রেল স্টেশনে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। এসএসপি জিআরপি আরিফ রিষু জানিয়েছেন, ব্যাগ থেকে ১৮ টি সক্রিয় ডিটোনেটর এবং প্রচুর তার উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের জম্মু রেলওয়ে স্টেশনের পার্কিং লটের ড্রেনের থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। যার ভিতরে দুধের বক্সে রাখা ছিল ডিটোনেটর এবং প্রচুর তার। তবে সেগুলি আইইডি নয়। এছাড়াও ৫০০ গ্রাম মোমের মতো জিনিসও মিলেছে ওই ব্যাগ থেকে।প্রাথমিক তদন্তে অনুমান, জম্মু রেলওয়ে স্টেশনকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদীরা। উৎসবের মরশুমে আতঙ্ক ছড়ানোই ছিল প্রধান উদ্দেশ্য। উল্লেখ্য, উৎসবের মরশুমে এই মুহূর্তে প্রচুর পর্যটক রয়েছেন ভূস্বর্গে। স্বাধীনতার ৭৫ বছরে রেকর্ড পরিমাণ পর্যটক এসেছে উপত্যকায়। এই পরিস্থিতিতে সন্ত্রাস ছড়ানোই মূল উদ্দেশ্য।

More News

৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঠিক : সুপ্রিম কোর্ট

0
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল অসাংবিধানিক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ছিল...

কাশ্মীরে ভেঙে পড়ল সেনার কপ্টার, আহত ২ 

0
জম্মু-কাশ্মীরে সেনা বাহিনীর ধ্রুব হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হেলিকপ্টারটিতে মোট তিন জন ছিলেন। সেনা...

গুলমার্গে স্কি-রিসর্টের কাছে তুষারধস

0
জম্মু-কাশ্মীরের গুলমার্গে স্কি-রিসর্টের কাছে তুষারধস। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বারামুলা...