গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট। গ্রেফতারের পর বহুদিন কেটে গেলেও এখনও চার্জশিট দিতে পারেনি ইডি।
তাই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে জামিনের আরজি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর সেই আরজি মঙ্গলবার খারিজ করে দিয়েছে আদালত। তবে দিল্লির আদালত অনুব্রত মণ্ডলের জামিন খারিজ করলেও হাইকোর্টে তাঁর মামলাটি পিছিয়ে গিয়েছে। অন্যদিকে ইডিও জানিয়েছে, হাইকোর্ট অনুমতি দিলে তবেই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। গত বছরের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে জেরা করেছে ইডি।