Monday, September 25, 2023
কলকাতার সংবাদতৃণমূল কাউন্সিলর সুদর্শনার বাড়িতে টাকা-গয়না চুরি 

তৃণমূল কাউন্সিলর সুদর্শনার বাড়িতে টাকা-গয়না চুরি 

বালিগঞ্জে ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখ্যোপাধ্যায়ের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির ঘটনায় আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখ্যোপাধ্যায়।
জানা গিয়েছে কাউন্সিলরের বাড়ি থেকে চুরি হয়েছে নগদ টাকা এবং সোনার গয়না। মঙ্গলবার কাউন্সিলরের বাড়ির একতলায় চুরির আগে সিসিটিভি ভেঙে দেয় দুষ্কৃতীরা। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। পুলিশ পৌঁছে ঘটনাস্থল ঘুরে দেখে, বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছেন। একসঙ্গে আশেপাশের বাড়ির মানুষজনর সঙ্গেও কথা বলেছে পুলিশ। একইসঙ্গে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দিন দুপুরে খোদ কলকাতায় জনপ্রতিনিধির বাড়িতে চুরির ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশি নিরাপত্তা নিয়েও।

More News

জাকির – আমিরউদ্দিনকে আয়কর তলব

0
আগামী সপ্তাহে তৃণমূল বিধায়ক জাকির হোসেন, কলকাতার তৃণমূল কাউন্সিলর আমিরউদ্দিন ববিকে ডেকে পাঠাল আয়কর দফতর।...

শুভেন্দুর সঙ্গে ২ তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে চর্চা

0
জেলে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এরইমধ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সিউড়ির ২ তৃণমূল কাউন্সিলরের উপস্থিতি...