আদিবাসিদের নিয়ে বিধানসভায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় অনির্দিষ্টকালের জন্য বনধ ডাকল আদিবাসি সংগঠন।শনিবার সকাল থেকেই ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে ভারত জাকাত মাঝি পরগনা।
বন্ধ রয়েছে বেসরকারি বাস পরিষেবা। রাস্তায় যে অল্প সংখ্যক সরকারি বাস বেরিয়েছিল তাও অবরোধের জেরে আটকে পড়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার গাড়িগুলোকে। বিক্ষোভকারীদের অভিযোগ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসিদের অপমান করেছেন। বিক্ষোভকারীদের হুঁশিযারি আদিবাসি সমাজের কাছে ক্ষমা না চাইলে আন্দোলন আরও বাড়বে।