হোম অব ক্রিকেট মিরপুরে তামিমের দল পারেনি। তবে চট্টগ্রামে দলীয় চেষ্টা সফল। সাকিব আল হাসানের ব্যাট বলের নৈপুন্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের ৫০ রানে হারিয়েছে টাইগাররা।
সেই সাথে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কাও এড়ানো গেছে এই জয় দিয়ে।১১ বছর ধরে কোনো দলই বাংলাদেশকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি। এবারও সেই রেকর্ড অপরিবর্তিত থাকল। সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিয়েছিল টাইগাররা। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান। ৭১ বলে ৭৫ রান করেছেন এই অলরাউন্ডার।বল হাতে সাকিব দেখিয়েছেন অনন্য নৈপুন্য। ১০ ওভারে ৩৫ রান দিয়ে একাই সাকিব আল হাসান নিয়েছেন ৪ উইকেট। স্বাভাবিকভাবেই তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।