শাহরুখ খানের পাঠানকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশে। সিনেমা হলের মালিকদের দাবি, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই ছবি চালাতে দিতে হবে বাংলাদেশে।
বিশ্বব্যাপী এই ছবি যে সাফল্য পেয়েছে ও লাভের মুখ দেখেছে তার ভাগীদার হতে চান বাংলাদেশের হল মালিকরাও। তাদের হুঙ্কার, পাঠান দেখাতে না পারলে একে একে তালা পড়বে হলগুলিতে। ২০১৪ সাল থেকে বলিউডের ছবির বাংলাদেশে মুক্তি নিষিদ্ধ। তবে সেই কড়াকড়ি লাঘব হয় কিং খানের ছবির জন্য। কথা ছিল, ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে এই ছবি কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি।বাংলাদেশের হল মালিক সমিতির সাধারণ সম্পাদক ওউলাদ হুসেন জানিয়েছেন, উপমহাদেশের ছবি মুক্তি না পেলে আর হল চালানো সম্ভব হবে না তাদের পক্ষে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে সবুজ সঙ্কেত মিললেও, লিখিত অনুমোদন পাননি। যদি এভাবেই চলতে থাকে তাহলে একে একে সবক’টি হলই বন্ধ করে দিতে হবে।