ইউরোপের শীর্ষস্থানীয় চারটি ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছে উয়েফা। এক ঘোষণায় বার্সেলোনা, চেলসি, অ্যাস্টন ভিলা ও ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে জরিমানা করার কথা নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। খবর অনুযায়ী, ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ ৩১ মিলিয়ন ইউরো অর্থাৎ ৩৬.৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে চেলসিকে।
ইউরোপের কোনো ক্লাবকে এক সিজনে করা সর্বোচ্চ জরিমানার রেকর্ড এটি।এর পাশাপাশি ইতোমধ্যে আর্থিক দুরাবস্থায় থাকা স্পেনের ক্লাব বার্সেলোনাকেও ১৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ১৭.৭ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। অবশ্য ক্লাবটির আর্থিক ক্ষতির মাত্রা বেশি হওয়ার কারণেই দেওয়া হয়েছে এই আর্থিক দণ্ড। উয়েফার আর্থিক মানদণ্ড অনুযায়ী, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলো যাতে ঠিকভাবে পরিচালিত হয় তাই করা হয়েছে এই নিয়ম। উল্লেখ্য ২০২৪ সালের আর্থিক বিবরণীর ভিত্তিতে এই জরিমানা নির্ধারণ করা হয়।
তবে চেলসি ও বার্সা যদি ভবিষ্যতের জন্য নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়, তবে অতিরিক্ত আরো কয়েক কোটি ইউরো জরিমানা গুণতে হতে পারে। এদিকে এক বিবৃতিতে চেলসি বলেছে,উয়েফার সঙ্গে তাঁরা ঘনিষ্ঠ ও স্বচ্ছভাবে কাজ করেছে এবং ক্লাবের আর্থিক অবস্থান একটি ইতিবাচক গতিপথে রয়েছে, তা উয়েফাকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করাই অগ্রাধিকার ছিল।