লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গেল কাতালান জায়ান্ট বার্সেলোনা। মাদ্রিদ জায়ান্টরা কাতালানদের ঘরের মাঠে হেরেছে ২-১ গোলে।
ফলে ট্রফির লড়াইয়ে আরও এগিয়ে গেল জাভির দল।ম্যাচে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত কামব্যাকে আরও পয়েন্ট টেবিল ব্যবধান বাড়াল বার্সেলোনা।কাম্প ন্যূতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জেতা জাভির দলের সামনে এখন লা লিগার ট্রফি ছোঁয়ার হাতছানি।২৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দু’ নম্বরে। ১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শেষ রিয়াল মাদ্রিদকে লা লিগার ট্রফি জিততে রীতিমতো রূপকথা লিখতে হবে।