Sunday, September 24, 2023
উত্তর চব্বিশ পরগনাব্যারাকপুরে খুনের ঘটনায় গ্রেফতার ২

ব্যারাকপুরে খুনের ঘটনায় গ্রেফতার ২

ব্যারাকপুরে গুলি করে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র এবং একটি বাইকও বাজেয়াপ্ত হয়েছে।

সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য জানিয়েছেন শুটআউটের ঘটনার তদন্তে নেমে রহড়া থেকে সফি খান এবং বীরভূমের মুরারই থেকে জামশেদ আনসারিকে গ্রেফতার করে পুলিশ। খুনের ঘটনার তদন্তে নেমে প্রথমে ৩ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে থেকে প্রথমে সফি খানকে গ্রেফতার করা হয়। পরে আরও জামশেদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত ২ জনই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। কী কারণে খুন সে বিষয়ে তদন্ত চলছে। বুধবার বিকেলে ব্যারাকপুরের আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ২৭ বছরের নীলাদ্রি সিংহর। এর আগে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস দাবি করেছিলেন হাওড়া থেকে কামারহাটির বাসিন্দা সানি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সেবিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

More News

১৫ তলা থেকে কন্যাসন্তাকে ছুড়ে ফেলল মা

0
৩৯ দিনের কন্যাসন্তানকে ১৫ তলার বারান্দা থেকে ছুড়ে ফেললেন মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  মুম্বইয়ের মুলুন্দে।...

কাশ্মীরে গ্রেফতার পুলিশ আধিকারিক

0
জম্মু-কাশ্মীরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে কাজ করা এক ব্যক্তিকে পালাতে সাহায্য করার অভিযোগে উচ্চপদস্থ পুলিশ...

সল্টলেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

0
২০২২-র টেট উতীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকের করুণাময়ীতে।সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে...