ব্যারাকপুরে গুলি করে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র এবং একটি বাইকও বাজেয়াপ্ত হয়েছে।
সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য জানিয়েছেন শুটআউটের ঘটনার তদন্তে নেমে রহড়া থেকে সফি খান এবং বীরভূমের মুরারই থেকে জামশেদ আনসারিকে গ্রেফতার করে পুলিশ। খুনের ঘটনার তদন্তে নেমে প্রথমে ৩ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে থেকে প্রথমে সফি খানকে গ্রেফতার করা হয়। পরে আরও জামশেদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত ২ জনই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। কী কারণে খুন সে বিষয়ে তদন্ত চলছে। বুধবার বিকেলে ব্যারাকপুরের আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ২৭ বছরের নীলাদ্রি সিংহর। এর আগে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস দাবি করেছিলেন হাওড়া থেকে কামারহাটির বাসিন্দা সানি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সেবিষয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।