ইউলিয়ান নাগলসমানকে ছাঁটাই করেছে বায়ার্ন মিউনিখ। পরে সেই গুঞ্জনের সত্যতাও মেলে।
জার্মানি ক্লাবটিতে দারুণ কাজ করলেও নাগলসমানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বায়ার্ন। ইতিমধ্যেই নিজেদের নতুন কোচের নামও ঘোষণা করেছে বায়ার্ন।ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানায়, বায়ার্ন মিউনিখের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পিএসজি ও চেলসি থেকে ছাঁটাই হওয়া টমাস টুখেল। নতুন এই কোচের সঙ্গে বায়ার্নের চুক্তি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বায়ার্নের অনুশীলনে যোগ দেবেন টুখেল।নাগলসমানের সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে বায়ার্ন মিউনিখের প্রাক্তন অধিনায়ক কান বলেছেন, ২০২১ সালে যখন তাকে বায়ার্নকে নিয়ে আসেন, তার সঙ্গে লম্বা সময় কাজ করা যাবে বলেই ভেবেছিলেন। কিন্তু গত বছর বুন্দেসলিগার ট্রফি জেতার পরও সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিশ্বকাপের পর সফলতাও কম পাচ্ছেন এবং খেলার সৌন্দর্যও কমে গেছে।চলতি সিজনে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। বুন্দেসলিগার ট্রফি ধরে রাখার অভিযানে পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে দুইয়ে।২৫ ম্যাচ শেষে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।