সুইজারল্যান্ডের নিওনে হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র।শেষ চারে যাওয়ার লড়াইয়ে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন চেলসি।
ছ’বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে চ্যাম্পিয়নস লিগ ট্রফি-র খোঁজে থাকা ম্যানচেস্টার সিটিকে।এই ম্যাচকে কোয়ার্টারের সেরা ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। রিয়াল-চেলসি এবং বায়ার্ন-সিটির মধ্যেকার ম্যাচের দুই বিজয়ী দল মুখোমুখি হবে সেমিফাইনালে।প্রায় এক দশক পর কোয়ার্টার ফাইনালে আসা ইন্টার মিলানের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। আর দুই ইতালিয়ান ক্লাব এসি মিলান ও নাপোলি মুখোমুখি হবে অন্য কোয়ার্টার ফাইনালে। ইন্টার-বেনফিকা এবং মিলান-নাপোলি ম্যাচের দুই বিজয়ী দল লড়বে সেমিফাইনালে। প্রথম লেগ হবে ১১-১২ এপ্রিল। দ্বিতীয় লেগের খেলা হবে আগামী ১৮-১৯ এপ্রিল।