বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর চিন্তিত হয়ে পড়েছে ক্রিকেট বোর্ড ,বিসিসিআই। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় বোর্ডে তলব করার কথা ছিল রাহুল দ্রাবিড়সহ কয়েকজনকে।
সেই পর্যালোচনা সভা পরে পিছিয়ে যায়। বাংলাদেশ সফর শেষে সেই তিনজনের কাছে জানতে চাওয়া হবে দলের ব্যর্থতার কারণ।জানা গেছে, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ প্রধান ভিভিএস লক্ষণ, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে তলব করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের কাছে সিরিজ হার, এই পরাজয় হজম করা কঠিন।বলে বোঝানো যাবে না। যে পর্যালোচনা সভাটি মুলতবি করা হয়েছিল, বাংলাদেশ সিরিজের পরই সেটা আহ্বান করা হবে। বিষয়গুলোকে ট্র্যাকে ফেরাতে কিছু কঠিন সিদ্ধান্তও নেওয়া হতে পারে।এদিকে দাবি করা হচ্ছে, কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের কার্যক্রমে বিসিসিআই খুশি নয়। তাকে টি-টোয়েন্টির কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা সিরিজের আগেই দেখা যেতে পারে নতুন কোচ। বিসিসিআইয়ের কর্মকর্তা আরো বলেছেন, বাংলাদেশে যাওয়ার আগেই কোচের সঙ্গে একটা সভা হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকজন কর্তা ব্যস্ত হয়ে পড়ায় সেটা হয়নি। এবার বাংলাদেশ সফর শেষে ওই পর্যালোচনা সভা হবে।