Wednesday, May 31, 2023
বিনোদনবাবা যাদবের ছবিতে নুসরত-সোমরাজ

বাবা যাদবের ছবিতে নুসরত-সোমরাজ

পরিচালনায় বাবা যাদব,অঙ্কুশ হাজরা এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৈরি করেছিলেন,পাখি। সেই ছবি এখনও মুক্তি পায়নি।এর মাঝেই নতুন ছবির ঘোষণা করেছেন পরিচালক বাবা যাদব। ইন্ডাস্ট্রিতে অবশ্য কোরিওগ্রাফার হিসেবেই পরিচিত বাবা যাদব।এর মধ্যে নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। হয়ে গেল ছবির মহরত। মুখ্য চরিত্রে দেখা যাবে নুসরত ফারিয়া এবং সোমরাজ মাইতিকে।

প্রথম বার জুটি বাঁধছেন তাঁরা। এদিকে দু’ বাংলায় সমান তালে অভিনয় করে চলেছেন নুসরত।এক দিকে বাংলাদেশের সিনেমার শুটিং অন্য দিকে,কলকাতায় মুক্তি পাবে নায়িকার নতুন সিনেমা,আবার বিবাহ অভিযান।এর মধ্যেই নতুন সিনেমা সই করেছেন অভিনেত্রী নুসরত ফারিয়া। সোমরাজ অবশ্য অনেক দিন ধরেই বড় পর্দায় নিজের জমি শক্ত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।বেশ অনেক দিন হল সিরিয়ালে অভিনয় থেকে সরে এসেছেন।আপাতত সিনেমায় মনযোগ দিতে চান তিনি।সোমরাজ বলেছেন, ছবিটি আদ্যোপান্ত রোম্যান্টিক এবং অ্যাকশনে ভরপুর। মূলত বিদেশেই শুটিং হওয়ার পরিকল্পনা। ছবির নাম এখনও ঠিক হয়নি।বর্তমানে ছবির ভাষা বদলেছে।বাণিজ্যিক ছবিতে দর্শক খুঁজছেন শুধুই ভাল গল্প।বিদেশে শুটিং, অ্যাকশন নাচ-গান কি বর্তমানে দর্শককে আর টানে? সোমরাজের মত, তেমন লোকেশন, ঝকঝকে ছবি যদি দেখা যায় বড় পর্দায় তা হলে নিশ্চয়ই ভাল লাগবে। সে বিশ্বাস আছে, এই ছবিটিও সেই ভাবেই তৈরি করার চেষ্টা করা হচ্ছে।বেশ কয়েক মাস পরে এই ছবির শুটিং শুরু করবেন তাঁরা।মাঝে একটি থ্রিলারধর্মী ছবিতে কাজ করার কথা সোমরাজের। নুসরত ফারিয়াও উড়ে যাবেন বাংলাদেশে একটি ছবির কাজ শেষ করার জন্য।

More News

নুসরাত ফারিয়ার ভিডিও পোস্ট

0
বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া ফের কলকাতার সিনেমায় অভিনয় করেছেন, এ কথা কারো অজানা নয়। সৌমিক...