Tuesday, September 27, 2022
Top Newsঅক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় বঙ্গ তনয়া পিয়ালির

অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় বঙ্গ তনয়া পিয়ালির

অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করে অনন্য নজির গড়েছেন হুগলির চন্দননগরের পিয়ালি বসাক। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছুঁয়েছেন তিনি।
সেই খবর পৌঁছতে চন্দননগরে খুশির হাওয়া। এলাকার মেয়ে অন্যন্য নজিরে হতবাক সকলেই। পরিবারের তরফে জানা গিয়েছে ছোটবেলা থেকেই পাহাড়ে চড়ার নেশা পিয়ালির। স্কুলে পড়ার সময়ই এভারেস্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন পিয়ালি। এরপর পড়াশোনার সঙ্গেই একের পর এক শৃঙ্গ জয়ের অভিযান চালিয়ে যাচ্ছিলেন তিনি। প্রস্তুত হচ্ছিলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ছোঁয়ার। আর্থিক, সামাজিক কোনও বাধাই তাঁকে আটকে রাখতে পারেনি। গত অক্টোবরে নেপালের মাউন্ট ধৌলগিরি জয় করেছিলেন পিযালি। এরপর মানসুলা জয় করেন তিনি। ২০১৯-এ একবার চেষ্টা করেও সফল হননি তিনি। আপাতত ক্যাম্প ফোরে ফিরে এসেছেন পিয়ালি। সামান্য বিশ্রামের পর আবার লোত্সে জয়ের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা পিয়ালির। 

More News

অনুব্রতর অপারেশনের দরকার নেই, ফেরাল হাসপাতাল

0
অনুব্রত মণ্ডলের এখনই অপারেশনের প্রয়োজন নেই। আসানসোল জেলা হাসপাতালে মেডিক্যাল চেকআপের পর জানিয়ে দিয়েছেন সুপার...

স্ট্রোকে প্রতি সেকেন্ড মূল্যবান

0
কারো স্ট্রোক হলে মগজের টিস্যু আর লাখ লাখ নিউরন বিলীন হতে থাকে, সময় তাই বহু...

রক্তচাপ কমে গেলে

0
রক্তের চাপ যদি ৯০/৬০-এর কম হয় তবে মেডিক্যালের ভাষায় একে বলে হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ। ...