Thursday, May 23, 2024
Sportsবেনজিমার ইনজুরি, আল ইত্তিহাদের বড় জয়

বেনজিমার ইনজুরি, আল ইত্তিহাদের বড় জয়

সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল-ওয়েহদা ও আল-ইত্তিহাদ।সেই ম্যাচে চোটে পড়েছেন ইত্তিহাদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজিমা।

 

প্রথমার্ধের শেষের দিকে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। ব্যালন ডি’অর জয়ী করিম বেনজিমা মাঠে না থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে বড় জয় পেয়েছে আল ইত্তিহাদ।ম্যাচের প্রথম ৬২ মিনিট ছিল গোলশূন্য। ৬৩ মিনিটে রোমারিনহো গোল করে ইত্তিহাদকে এগিয়ে নেন।৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জতা।এর ৬ মিনিট পরই ইগোর করোনাডো গোল করে ব্যবধান ৩-০ করেন।ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইত্তিহাদ।এই জয়ের ফলে ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আল-ইত্তিহাদ।সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল-হিলাল।এরপর শুক্রবার রাতে মুখোমুখি হবে আল-হিলাল ও আল ইত্তিহাদ।এই সিজনে আল হিলাল দলে ভিড়িয়েছে নেইমার,কৌলিবালি,মিত্রোভিচ,ম্যালকম,ইয়াসিন বুনু,মিলিনকোভিচ-সাভিচ ও রুবেন নাভাসের মতো তারকাদের।সেই ম্যাচটির আগে বেনজিমা সুস্থ হতে পারেননি কি না সেটিই দেখার বিষয়।

More News

সৌদি সুপার কাপ আল হিলালের

0
করিম বেনজিমার আল ইত্তিহাদকে হারিয়ে সৌদি সুপার কাপ জিতেছে নেইমারের আল হিলাল। আবু ধাবির মোহাম্মদ...

বেনজেমার রেকর্ড গড়া গোল

0
দর্শকদের অনেকে তখনও গ্যালারিতে থিতু হননি, নড়েচড়ে বসছিলেন কেউ কেউ। মাঠে তখনই উল্লাস করছেন কারিম...

ইনস্টাগ্রামে ফিরলেন বেনজেমা

0
ফরাসি ফুটবলার করিম বেনজেমা,প্রায় দু’ মাস পর আবারও ইনস্টাগ্রাম চালু করেছেন। রোনাল্ডোর বিপক্ষে হেরে যাওয়ার...