ভারত জোড়ো যাত্রা এবার মালদায়ও। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারত জোড়া যাত্রার অঙ্গ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল।
সোমবার মালদার বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড় থেকে এই পদযাত্রায় সামিল হয়েছিলেন কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসাবে পাহাড় থেকে সাগর পদযাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা অতিক্রম করেছে ভারত জোড়ো যাত্রা। মালদায় ১৬ এবং ১৭ এই দুই দিন ধরে পদযাত্রা চলবে। সোমবার প্রথম দিন পদযাত্রা টাউনশিপ মোড় থেকে শুরু হয়ে দীর্ঘ কুড়ি কিলোমিটার হেঁটে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুরে এসে থামবে। সেখানে একটি সভা হবে। আবার ১৭ তারিখ সুজাপুর থেকে সেই পদযাত্রা শুরু হয়ে ওল্ড মালদার মঙ্গলবাড়ী মোড়ে জমায়েত হবে।সেখানেও একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।