বলিউডের নেকড়ের হুঙ্কার ঘুম উড়িয়েছে দর্শকের, ৩.৫ রেটিং নিয়ে সফল ভেড়িয়া। হলিউডের ওয়ারউলফের মতন বলিউডের ভেড়িয়ার গল্পে মন্ত্রমুগ্ধ ফিল্ম ক্রিটিকরাও।
তাঁদের মতে,পুরাণ অনুযায়ী ওয়ারউলফের মত কাহিনী ফিল্মমেকারদের আরও সুপারহিট হওয়ার সুযোগ করে দেয়। আর অরুণাচল প্রদেশের নেকড়ে বাঘের গল্প পরিচালনা করে সেই সুযোগেরই সদব্যবহার করেছেন স্ত্রী খ্যাত পরিচালক অমর কৌশিক। পাহাড় জঙ্গলে ঘেরা এই ছবির সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স এবং ভিজ্যুয়াল এফেক্ট দুর্দান্ত। বিশেষত ওই কুলি নাম্বার ওয়ানের মত ছবি করার চেয়ে ভেড়িয়ার মত অরিজিনাল ছবিই বরুণের করা উচিত বলে দাবি সমালোচকদের। কারণে এই ছবিতে বরুণের নজরকাড়া পারফমেন্স সত্যিই প্রশংনীয়। এই হিংস্র ভেড়িয়া হয়ে উঠতে কম কাঠখড় পোড়াতে হয়নি বরুণকে। যে দৃশ্যতে তাঁকে মানুষ থেকে নেকড়ে হয়ে উঠতে দেখা গিয়েছে, সেই দৃশ্যটি করতে ৩২ টা টেক নিতে হয়েছিল তাঁকে। আর সাত বছর পর বরুণ-কৃতির রোম্যান্টিক জুটিটাও বেশ। আর সবশেষে ভেড়িয়া বলে গিয়েছে, প্রতিটি মানুষের মধ্যেই এমন একটি ভেরিয়া বা খারাপ দিক থাকে। আর সেই খারাপ দিকটিই সে কিভাবে ওভারকাম করবে সেটাই লক্ষণীয়। প্রসঙ্গত, রিলিজের আগে মুম্বইতে ভেড়িয়ার একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন নির্মাতারা। এই ষ্টার স্টাডেড ইভেন্টে কাজ্যুয়াল লুকেই বরুণ ধাওয়ান কৃতি শ্যানন ও তাঁর পরিবারের পাশাপাশি নজর কেড়েছেন জাহ্নবী কাপুর, আহান শেট্টি, অভিমন্যু দাসানি, সোনাক্ষী সিনহা, ইয়ামি গৌতম এবং বাণী কাপুররাও।