এক অনুষ্ঠান মঞ্চে উঠতে হোঁচট খেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কলোরাডোয় এয়ার ফোর্সের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে ৮০ বছরের প্রেসিডেন্ট ক্যাডেটদের সঙ্গে হাত মিলিয়ে নিজের আসনের দিকে এগোচ্ছিলেন, সেই সময়ই তিনি হঠাৎ খোঁচট খান এবং মুখ থুবড়ে পড়ে যান। প্রেসিডেন্টকে পড়ে যেতে দেখেই এয়ার ফোর্সের আধিকারিকরা ছুটে যান। তবে তাদের সাহায্যের আগেই জো বাইডেন একাই নিজে উঠে দাঁড়ান।পরে হোয়াইট হাউসের জনসংযোগ বিভাগের ডিরেক্টর বেন লাবোল্টও জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। মঞ্চে রাখা বালির ব্যাগে হোঁচট খেয়ে তিনি পড়ে গিয়েছিলেন।এদিকে, ফেরার পথেও ফের বিপত্তি ঘটে। এয়ার ফোর্স ওয়ানে করে হোয়াইট হাউসে এসে পৌঁছন জো বাইডেন। সেখানে নামার সময় হেলিকপ্টারের দরজায় মাথা ঠুকে যায় প্রেসিডেন্টের। তবে সেই ঘটনাতেও তাঁর খুব বেশি চোট লাগেনি।