যুদ্ধের বর্ষপূর্তির আগেই ইউক্রেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল জো বাইডেনের।
তার আগে আচমকা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে যে কোনও মুহূর্তে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। তারমধ্য়েই কিয়েভের সেন্ট মাইকেলস গোল্ডেন-ডোম মঠের বাইরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর অঘোষিত ইউক্রেন সফর নিয়ে একটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, প্রায় একবছর আগে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরু করেছিলেন , তখন তিনি ভেবেছিলেন ইউক্রেন দুর্বল এবং পশ্চিমীরা বিভক্ত। রুশ প্রেসিডেন্ট ভেবেছিলেন যে তিনি সবাইকে ছাপিয়ে যাবেন। কিন্তু তাঁর ধারণা ভুল। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান রুখতে আমেরিকা সহ একাধিক দেশ একটি জোট করেছে। ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা দিয়ে রক্ষা করা হবে। প্রসঙ্গত, ডিসেম্বর মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।