বিহারের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার দিল্লি গিয়ে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে -সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে মূল লড়াই বিজেপি-জেডিইউ-এলজেপি-হিন্দুস্তান আওয়াম মোর্চা -হাম জোটের সঙ্গে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনে’র। আরজেডির একটি সূত্র জানাচ্ছে, আসন সমঝোতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’র নাম ঘোষণা নিয়ে আলোচনার উদ্দেশ্যে দিল্লিতে রাহুল-খাড়গের সঙ্গে বৈঠক করেছেন তেজস্বী যাদব। ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ৭০টিতে লড়ে মাত্র ১৯টি জিতেছিল মহাগঠবন্ধনের শরিক কংগ্রেস। কংগ্রেসের এই খারাপ ‘স্ট্রাইক রেটে’র কারণেই এনডিএ-র জয় সহজ হয়েছিল বলে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ।
অন্যদিকে, কংগ্রেসের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল, তিন দশকের বেশি সময় ধরে বিজেপির দখলে রয়েছে, এমন ৩০টির বেশি শহরাঞ্চলীয় আসন তাদের হাতছাড়া হয়েছিল। ওই বিধানসভা ভোটে আরজেডি ১৪৪টিতে লড়ে ৭৫টি এবং তিন বাম দল ২৯টিতে লড়ে ১৬টি জিতেছিল।