রান্নাঘরে ঢুকে ভারতীয় হাতরুটি তৈরি করে সকলকে হতবাক করে দিয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি সেলেব্রিটি শেফ ইটান বেরনাথ একটি ভিডিয়ো টুইট করেছেন।
সেই ভিডিয়োয় তাঁর সঙ্গে বিল গেটসকে দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিল গেটসকে সঙ্গে নিয়ে রুটি বানানোর তোড়জোড় করছেন ইটান। কাজ করতে করতেই বিল গেটসকে তাঁর প্রশ্ন, ‘শেষ কবে রান্নাবান্না করেছেন বলে মনে পড়ছে। বিল গেটসের জবাব, স্যুপ গরম করাকে যদি রান্না করা বলা হয়, তাহলে রোজই। কিন্তু এই সব দীর্ঘদিন বাদে করছেন তিনি। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতার রুটি যে গোল হচ্ছে না, সম্ভবত তা আঁচ করতে পেরে ইটান বলেন, রুটি বানানোর আসল রহস্য হল তা গোল করা। এরপরেই বিল গেটস বলেছেন, খুব একটা গোল হচ্ছে না। যদিও ভিডিয়োর শেষের দিকে বিল গেটস যে রুটি ধরে পোজ দিয়েছেন, তা বেশ গোলগালই দেখিয়েছে। ইটান জানিয়েছেন, তিনি সদ্য ভারতের বিহার থেকে ঘুরে এসেছেন। সেখান থেকে তিনি লোভনীয় রুটি তৈরি করার রহস্য শিখে এসেছেন।