Sunday, March 26, 2023
আন্তর্জাতিক সংবাদআটা মেখে রুটি বানালেন বিল গেটস

আটা মেখে রুটি বানালেন বিল গেটস

রান্নাঘরে ঢুকে ভারতীয় হাতরুটি তৈরি করে সকলকে হতবাক করে দিয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি সেলেব্রিটি শেফ ইটান বেরনাথ একটি ভিডিয়ো টুইট করেছেন।
সেই ভিডিয়োয় তাঁর সঙ্গে বিল গেটসকে দেখা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিল গেটসকে সঙ্গে নিয়ে রুটি বানানোর তোড়জোড় করছেন ইটান। কাজ করতে করতেই বিল গেটসকে তাঁর প্রশ্ন, ‘শেষ কবে রান্নাবান্না করেছেন বলে মনে পড়ছে। বিল গেটসের জবাব, স্যুপ গরম করাকে যদি রান্না করা বলা হয়, তাহলে রোজই। কিন্তু এই সব দীর্ঘদিন বাদে করছেন তিনি। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতার রুটি যে গোল হচ্ছে না, সম্ভবত তা আঁচ করতে পেরে ইটান বলেন, রুটি বানানোর আসল রহস্য হল তা গোল করা। এরপরেই বিল গেটস বলেছেন, খুব একটা গোল হচ্ছে না। যদিও ভিডিয়োর শেষের দিকে বিল গেটস যে রুটি ধরে পোজ দিয়েছেন, তা বেশ গোলগালই দেখিয়েছে।  ইটান জানিয়েছেন, তিনি সদ্য ভারতের বিহার থেকে ঘুরে এসেছেন। সেখান থেকে তিনি লোভনীয় রুটি তৈরি করার রহস্য শিখে এসেছেন।

More News

সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই: বিল গেটস

0
মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বলছেন,কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই’র কার্যক্রম গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত...

বিং চ্যাটবটে বিনোদন

0
বিং চ্যাটবটে নতুন ফিচার অ্যাড করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।ফলে,চ্যাটবটের জবাব দেওয়ার সময় ইউজার কণ্ঠস্বর পরিবর্তনের সুবিধা পাবেন।   এআই-চালিত এই চ্যাটবটের...

মাইক্রোসফট : মোবাইল অ্যাপ-স্কাইপে চ্যাটবট

0
নিজস্ব কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস ও ডিভাইসে বিংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট সুবিধা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।এই...